২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

তরিকুল ইসলাম চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য জনাব শামসুল ইসলাম আল-বরাটির ছোট ভাই জনাব তরিকুল ইসলাম চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে ২৪ সেপ্টেম্বর ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও দুই নাবালক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৪ সেপ্টেম্বর বাদ এশা রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার বরাট নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব তরিকুল ইসলাম চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব তরিকুল ইসলাম চৌধুরী একজন গুণী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।