৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার

-ডা. শফিকুর রহমান

আবদুস সালাম চাটগামীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ও সদ্য নির্বাচিত মহাপরিচালক আবদুস সালাম চাটগামীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মুহতামিম নির্বাচনের বৈঠক চলাকালীন হাটহাজারী মাদ্রাসার প্যানেল মুহতামীম প্রধান মুফতিয়ে আযম আবদুস সালাম চাটগামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। উল্লেখ্য যে, ৮ সেপ্টেম্বর সকালে হাটহাজারী মাদ্রাসার শূরার বৈঠকে তাঁকে মাদ্রাসাটির মহাপরিচালক নির্বাচিত করার কিছুক্ষণ পরই তিনি ইন্তিকাল করেন।

শোকবাণীতে তিনি আরো বলেন, অসংখ্য আলেমের উস্তাজ আল্লামা মুফতি আবদুস সালাম চাটগামী ছিলেন উপমহাদের একজন শীর্ষস্থানীয় মুফতি ও বিজ্ঞ আলেমে দ্বীন। হাদীসের তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। যে কোনো ধরনের কঠিন বিষয়ের সমাধান তিনি সহজেই দিতে পারতেন। একজন বিদগ্ধ আলেম হিসেবে তিনি ইসলামের বহুমুখী খেদমত করে গিয়েছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।