আরও

১১ আগস্ট ২০২১, বুধবার

কৃষিবিদ ড. মোঃ সিরাজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের ছোট বোনের স্বামী, সাবেক উপ-সচিব কৃষিবিদ ড. মোঃ সিরাজুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট সকাল পৌণে ১০টায় ৬০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১১ আগস্ট বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাযা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। 

শোকবাণী

কৃষিবিদ ড. মোঃ সিরাজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ড. মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশ সরকারের উপ-সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দেশের কৃষির উন্নয়নে কাজ করে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ড. মোঃ সিরাজুল ইসলাম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।