২০ জুলাই ২০২১, মঙ্গলবার

হাসিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর পবা থানার প্রবীণ মহিলা সদস্য (রুকন) হাসিনা বেগম করোনা রোগে আক্রান্ত হয়ে ১৯ জুলাই রাত সোয়া ১১টায় ৭০ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২০ জুলাই বাদ জোহর খড়খড়ি হাইস্কুল মাঠে জানাযা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

হাসিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২০ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী খড়খড়ি এলাকার বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন হাসিনা বেগম করোনা রোগে আক্রান্ত হয়ে ১৯ জুলাই রাত সোয়া ১১টায় ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, হাসিনা বেগম ইসলামী আন্দেলনের প্রেরণার বাতিঘর ছিলেন। ইসলামী আন্দোলনের কঠিন ও ঝুঁকিপূর্ণ সময়ে ইসলামী ছাত্রশিবির তার কাছে মাতৃত্বের স্নেহ এবং ভালোবাসা পেয়েছে। ইসলাম প্রতিষ্ঠার তামান্না নিয়ে তিনি আজীবন ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করেছেন এবং দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপ‚র্ণ অবদান রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর সকল নেক খেদমত কবুল করুন, তাকে ক্ষমা করুন, শহীদি দরজা দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তাঁর আপনজন, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল দান করুন। আমীন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার আমীর ড. কেরামত আলী, নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হুসাইন ও জনাব এ, আবু মোহাম্মাদ সেলিম, মহানগরীর সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডলসহ মহানগরী শাখার কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, হাসিনা বেগম মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে অনেক অবদান রেখেছেন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।