৪ জুলাই ২০২১, রবিবার

নীলুফার ইয়াসমিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) ও মেহেরপুর সদর উপজেলা শাখার সাবেক আমীর ডা. জামাল উদ্দিনের স্ত্রী নীলুফার ইয়াসমিন করোনায় আক্রান্ত হয়ে ৪ জুলাই দুপুর ১২টায় ৫৫ বছর বয়সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় রাধাকান্তপুর নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী

নীলুফার ইয়াসমিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৪ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, নীলুফার ইয়াসমিনের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি ৪ জুলাই দুপুরে করোনা রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে ইন্তিকাল করলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।