আরও

২৭ মে ২০২১, বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৭ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি, ভোলা, নোয়াখালি ও লক্ষ্মীপুরসহ ৯টি জেলার ২৭টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘঠিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, হাটবাজার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে কৃষিজমি, মাছের ঘের, পুকুর ভেসে গেছে। উপকূলবর্তী অঞ্চলের বাঁধ ভেঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এবং বিুুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এমনিতেই মানুষ করোনা পরিস্থিতির কারণে মানবেতর জীবন-যাপন করছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের ফলে তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মত দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকায় মানুষের পুনর্বাসন ও বাঁধ নির্মাণে সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল তা করা হয়নি। সবসময় এসকল এলাকার মানুষ অবহেলার শিকার হয়েছে। এমনকি এসকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ দেয়া ও বিতরণ করা হয় তা পর্যাপ্ত নয়।

উপকূলীয় এলাকার এসকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি।”