আরও

১৭ মার্চ ২০২১, বুধবার

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ থানার সদস্য (রুকন) বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ ১৬ মার্চ গভীর রাতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৭ মার্চ বাদ ফজর আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ ময়দানে প্রথম জানাযা এবং চাঁদপুর জেলার হাজিগঞ্জে নিজের প্রতিষ্ঠিত তাঁর স্মৃতি-বিজড়িত মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে বাবা-মার পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

শোকবাণী

জনাব আবুল কালাম আজাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ মার্চ ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জনাব আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে মানুষের নিকট স্মরণীয় হয়ে থাকবেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমীন।