২ সেপ্টেম্বর ২০২০, বুধবার

উস্তাজুল উলামা মাওলানা আবদুল হালিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী দরবারের পীর উস্তাজুল উলামা মাওলানা আবদুল হালিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০২ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “উস্তাজুল উলামা মাওলানা আবদুল হালিম ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে প্রায় ৩০ বছর যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষে তিনি ধামতি দরবার শরীফের পীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ০২ সেপ্টেম্বর বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি একজন খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন এবং ইসলামী শিক্ষার বিস্তার ও প্রচারে বিরাট অবদান রেখে গিয়েছেন। তিনি বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও ভক্ত-অনুরক্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”