১২ এপ্রিল ২০২০, রবিবার

মাওলানা আবদুল ওয়াদুদ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা মজলিসে শূরার সদস্য, বারইখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তেতুলবাড়িয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা আবদুল ওয়াদুদ খান ৬৭ বছর বয়সে ১১ এপ্রিল রাত ১০টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ এপ্রিল সকাল ১০টায় সালাতে জানাযা শেষে তাকে তেতুলবাড়িয়া নামক তার নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আবদুল ওয়াদুদ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১২ এপ্রিল ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবদুল ওয়াদুদ খান ছিলেন একজন জনদরদি নেতা ও ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। মহান আল্লাহ তার খেদমতসমূহ কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।