২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার

তসলিমা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইউসুফ আলীর মাতা তসলিমা খাতুন ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৬ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ২৯ ডিসেম্বর দুপুর ২টায় দিনাজপুরে গলাপবাগ ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে সোনাপীর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

তসলিমা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আজ ২৯ ডিসেম্বর ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, তসলিমা খাতুনের (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জেলা আমীরের শোকবাণী

তসলিমা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর উত্তর জেলা শাখা জামায়াতের আমীর মোহাম্মদ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা শাখা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলমগীর ২৯ ডিসেম্বর এক যুুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা মরহুমার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।