১৫ জুলাই ২০১৮, রবিবার

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জনাব মোহাম্মাদ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জনাব মোহাম্মাদ উল্লাহ ৭৩ বছর বয়সে গত ১৪ জুলাই রাত ৯টায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ জুলাই সকাল ৭টায় নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং ঢাকা জেলার দোহার উপজেলার ঢালারপাড় গ্রামে সকাল ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারী লস্কর মুহাম্মাদ তসলিম, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা শাখা জামায়াতের আমীর জনাব মমিনুল হক এবং ঢাকা জেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আবদুস সালাম।

শোকবাণী

জনাব মোহাম্মাদ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৫ জুলাই ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব মোহাম্মাদ উল্লাহ শ্রমিকদের মধ্যে দীর্ঘ দিন যাবত ইসলামের দাওয়াত দিয়েছেন এবং শ্রমিক সমাজের মুক্তি ও কল্যাণের জন্য সংগ্রাম করে গিয়েছেন। জনাব মোহাম্মাদ উল্লাহ (রাহিমাহুল্লাহ) কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অধ্যাপক মুজিবুর রহমানের শোকবাণী

 

জনাব মোহাম্মাদ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনাব মোহাম্মাদ উল্লাহ দীর্ঘদিন আমার সাথে শ্রমিক ময়দানে কাজ করেছেন। তার ইন্তেকালে আমি আমার একজন আপনজনকে হারানোর ব্যথা অনুভব করছি। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল হওয়ার তাওফীক দান করুন এই দোয়াই করি।