আরও

১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার

ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের ম্যানহাটনে জনবহুল এলাকায় একব্যক্তির সন্ত্রাসী বোমা হামলার ঘটনা অমানবিক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে গত ১১ ডিসেম্বর সন্ত্রাসী বোমা হামলায় ৩জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৪ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“গত ১১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের ম্যানহাটনে জনবহুল এলাকায় একব্যক্তির সন্ত্রাসী বোমা হামলার ঘটনা অমানবিক। মানুষের জীবনের প্রতি তার কোন শ্রদ্ধা নেই। বাংলাদেশী হিসাবে পরিচিত আকায়েদ উল্লাহর এ সন্ত্রাসী হামলায় ৩ জন নীরিহ লোক আহত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে আসছে। ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই। এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি হুমকি। সন্ত্রাসী যেই হোক আমরা তার নিরপেক্ষ বিচার চাই।
নিউইর্য়কে সন্ত্রাসী হামলায় যারা আহত হয়েছেন আমি তাদের এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”