১৯ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার

আমীরে জামায়াতের শোকবাণী

জনাব মোশাররফ হোসেনের মাতা মোছা: মনিজা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুল ইসলাম জাফর এবং ধানগড়া পৌরসভার সাবেক মেয়র জনাব মোশাররফ হোসেনের মাতা মোছা: মনিজা বেগম ৭৫ বছর বয়সে আজ ১৯ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ......... রাজিউন)। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ বাদ আছর ধানগড়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে মরহুমার মেঝ ছেলে ধানগড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন হজ্ব ব্রত পালনের জন্য বর্তমানে মক্কা শরীফে অবস্থান করছেন।

শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুল ইসলাম জাফর এবং ধানগড়া পৌরসভার সাবেক মেয়র জনাব মোশাররফ হোসেনের মাতা মোছা: মনিজা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৯ সেপ্টেম্বর ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

জেলা আমীরের শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুল ইসলাম জাফর এবং ধানগড়া পৌরসভার সাবেক মেয়র জনাব মোশাররফ হোসেনের মাতা মোছা: মনিজা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ আলী আলম ও জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম আজ ১৯ সেপ্টেম্বর ২০১৭ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা মরহুমার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তারা মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।