দৈনিক সমকাল পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় ‘জামায়াতের আগ্রাসী আচরণ ও কয়েকটি মৌলিক প্রশ্ন’ শিরোনামে ১৫ অক্টোবর ২০২৪ প্রকাশিত নিবন্ধের লেখক বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যেসব ভিত্তিহীন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ ১৫ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দৈনিক সমকাল পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় ‘জামায়াতের আগ্রাসী আচরণ ও কয়েকটি মৌলিক প্রশ্ন’ শিরোনামে প্রকাশিত নিবন্ধের লেখক বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যেসব ভিত্তিহীন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লেখকের ঐ সব তথ্যের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।
ঐ নিবন্ধ সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো চট্টগ্রামে পূজামন্ডপে ইসলামী গান পরিবেশনের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কারোর দূরতম কোনো সম্পর্কও নেই। একাত্তরের গণহত্যার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক থাকার প্রশ্নই আসেনা। ঐ গণহত্যার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পর্ক থাকার কথা আজ পর্যন্ত কোনো আদালতে কেউই উপযুক্ত দলিল দিয়ে প্রমাণ করতে পারেনি। অতীতেও এ ধরনের ভিত্তিহীন মিথ্যা কল্পকাহিনী প্রচার করে জনগণকে বিভ্রান্তি করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু দেশের জনগণ তাদের ঐ সব অপপ্রচারে বিভ্রান্ত হননি।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তির অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি নিবন্ধটির লেখকের প্রতি আহŸান জানিয়ে আশা প্রকাশ করছি যে, দৈনিক সমকাল পত্রিকা কর্তৃপক্ষ অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের সুযোগ দিবেন।”