আরও

১২ আগস্ট ২০২৪, সোমবার

দৈনিক আমাদের সময় পত্রিকায় আমীরে জামায়াতের বক্তব্য ভুলভাবে প্রচার

প্রকাশিত বক্তব্যটি সংশোধন করে বিভ্রান্তি নিরসনের আহ্বান- এডভোকেট মতিউর রহমান আকন্দ

দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইন ভার্সনে ‘প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের যেসব আলোচনা হলো’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু বক্তব্য যথার্থ নয় মন্তব্য করে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, “১২ আগস্ট প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আমীরে জামায়াত বৈঠকের আলোচনা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। দৈনিক আমাদের সময়-এর সংবাদে উল্লেখ করা হয়েছে যে, ‘ভারতের গুরুত্বপূর্ণ মানুষ আমাদের নেতাদের নাম নিয়ে অপপ্রচার করছে’। এই কথা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁর ব্রিফিং-এ বলেননি। তাছাড়াও তার বক্তব্যের সঙ্গে আরও কিছু অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনা হয়েছে।

দৈনিক আমাদের সময়-এর উপরোক্ত শিরোনামে প্রকাশিত সংবাদের কথিত অংশের আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের আহ্বান জানাচ্ছি।”