আরও

৩১ জুলাই ২০২৪, বুধবার

হামাস প্রধান ইসমাঈল হানিয়া মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩১ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ৩১ জুলাই বুধবার গভীর রাতে ইরানের রাজধানী তেহরানে আকাশপথে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান জনাব ইসমাঈল হানিয়া (৬২) এক গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ তেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। জনাব হানিয়া যে বাসভবনে ছিলেন সেখানে তিনি এই গুপ্ত হামলার শিকার হন। এতে তিনি ও তাঁর এক দেহরক্ষী নিহত হন। হামাস এই ঘটনার জন্য দখলদার ইসরাইলকে দায়ী করেছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইসরাইলি বিমান হামলায় তার তিন ছেলে ও চার নাতি-নাতনি এবং গত জুন মাসে তার এক বোন নিহত হয়েছেন। আমি তাদের সকলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।