ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালিয়ে শত শত মুসলমানকে হত্যা ও আহত করছে। প্রতিদিনই সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে। দখলদার ইসরাইল ১৩ ফেব্রুয়ারি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে আরো শতাধিক মানুষ। নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু-কিশোরের রক্তে ভেসে যাচ্ছে গাজা উপত্যকা। ইসরাইলের বিমান বাহিনী হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ফিলিস্তিনীদের ঘর-বাড়ি। নিহত এবং আহতরা বেসামরিক লোক। সেখানে মানবিক বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরাইল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেও ইসরাইল হামলা বন্ধ করছে না। দস্যু রাষ্ট্র ইসরাইল বিশ্ব জনমতের কোনো তোয়াক্কাই করছে না। তাই গাজায় ইসরাইলী নৃশংস হামলা ও গণহত্যা বন্ধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিসংঘ, মুসলিম বিশ্বসহ সকল আন্তর্জাতিক সংস্থা, সংগঠন এবং শান্তিকামী বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি।”