বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আরো ৩ দিনের রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২১ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাঁকে জঙ্গি সংশ্লিষ্টতার মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় একই উদ্দেশ্যে আজকে আবারো ৮ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ডা. শফিকুর রহমান ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, গত ১২ ডিসেম্বর রাত থেকে একটানা তিনি পুলিশ হেফাযতে রয়েছেন। একটানা ৭ দিন এবং আজকে আরো ৩ দিন রিমান্ডে নিয়ে ডা. শফিকুর রহমানের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। তাঁর বিশ্রাম নেয়া প্রয়োজন। সে সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার কারণে তিনি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা সরকারের এই জুলুম ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রিমান্ড বাতিল করে তাঁকে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”