আরও

১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

আবদুল করিম মোল্লার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পশ্চিম থানার রুকন, উত্তরা পূর্ব আজমপুর এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল করিম মোল্লা গত রাত ২টায় উত্তরা লুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর পূর্ব আজমপুর তার নিজ মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে স্থানীয় গণকবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও দক্ষিণখান পশ্চিম থানার আমীর মুহাম্মদ জামাল উদ্দিন, শূরা সদস্য ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান ও আতাউর রহমান সরকার প্রমুখ।

শোকবাণী

আবদুল করিম মোল্লার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ নভেম্বর ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম আব্দুল করিম মোল্লা ছিলেন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক। তিনি ছিলেন অতি উন্নত চরিত্রের অধিকারী ও তাকওয়াবান ব্যক্তি। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।