১২ নভেম্বর ২০২২, শনিবার

লালমনিরহাট জেলা আমীরের মায়ের ইন্তিকাল, শোকবাণী ও জানাযা

মুহতারামা রাবেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর প্রভাষক আতাউর রহমান এর মা মুহতারামা রাবেয়া বেগম ১১ নভেম্বর রাত ৮টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শোকবাণী

মুহতারামা রাবেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম ১২ নভেম্বর ২০২২ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, মুহতারামা রাবেয়া বেগম একজন গুণী ও পরহেযগার মহিলা ছিলেন। তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

জানাযা ও দাফন

১২ নভেম্বর সকাল ১১টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে জানাযা শেষে তাঁকে ভোলাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন তাঁর ছেলে প্রভাষক আতাউর রহমান।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, অ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান, নীলফামারী জেলা আমীর জনাব আব্দুর রশিদ, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আবু রায়হান, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মাওলানা দেলোয়ার হোসেন, শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন। ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মাহমুদ হাসান, লালমনিরহাট জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও পাটগ্রাম উপজেলা আমীর মাওলানা কাজী আবুল কালাম আজাদ, হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী, কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা রুহুল আমীন, আদিতমারী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।