১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে মর্মান্তিকভাবে ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে মর্মান্তিকভাবে ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ১১ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “১১ অক্টোবর বিকাল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)। বজ্রপাতের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এই হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আমি নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি যেন নিহতদেরকে শহীদের মর্যাদা দান করেন।

বজ্রপাতের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণে সহযোগিতা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি।”