আরও

২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার

করোতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৫ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেনঃ-

শোকবাণীতে তিনি বলেন, “২৫ সেপ্টেম্বর দুপুরের দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এক নৌকা ডুবিতে ২৪ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশু, ১২ নারী ও ৪ পুরুষ রয়েছেন। আমি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করছি। এই ভয়াবহ দুর্ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা করছি, এই সব স্বজনহারা পরিবার-পরিজন শীঘ্রই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”