আরও

২৭ আগস্ট ২০২২, শনিবার

জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা জালালুদ্দিন আনসার উমরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা জালালুদ্দিন আনসার উমরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৭ আগস্ট ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে ২৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা জালালুদ্দিন আনসার উমরী নয়াদিল্লির আল শিফা হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা ও জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা জালালুদ্দিন আনসার উমরী এ উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আজীবন নিরলসভাবে সংগ্রাম করে গিয়েছেন। শত অত্যাচার-নির্যাতনেও তিনি ইসলামী আদর্শ ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর ইন্তিকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। তাঁর পরিবার-পরিজন, শুভাকাক্সক্ষী এবং সর্ব পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।