বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। তিনি ০৬ জুন দিবাগত রাত সোয়া ১২টায় ৫৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। সকাল সাড়ে ৭টায় গাজীপুরস্থ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি সোসাইটি স্কুল মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ২য় জানাযায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মোঃ তিতুমীর। সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজ কর্মস্থল কালীগঞ্জ উপজেলার বড়গাও বাইতুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বাদ জোহর মরহুমের নিজ বাড়ি কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামের ফয়েজ মঞ্জিল মসজিদ সংলগ্ন মাঠে ৪র্থ জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সকল জানাযায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মুহাম্মদ মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডঃ মাওলানা মোঃ ছামিউল হক ফারুকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ হারুন অর রশিদ খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম ও সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর জেলার সাবেক আমীর ও ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য জনাব মোঃ আবুল হাসেম খান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, গাজীপুর মহানগর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মাওলানা শেফাউল হক, টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ, ঢাকা জেলা উত্তরের আমীর আফজাল হোসাইন, সেক্রেটারি মুহাম্মদ শাহাদাত হোসেন, মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ কামরুল ইসলাম, নরসিংদী জেলা আমীর মাওলানা মোঃ মুসলেহ উদ্দিন, মোমেনশাহী জেলা আমীর আব্দুল করিম, বিএনপি গাজীপুর জেলা সভাপতি জনাব ফজলুল হক মিলন, বিএনপি গাজীপুর জেলা সেক্রেটারি শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি জনাব মোঃ হোসেন আলী ও জনাব মোঃ আফজাল হোসেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, মাওলানা মোঃ গোলামুল কুদ্দুছ, জনাব আসম ফারুক, জনাব মোঃ নজরুল ইসলাম, জনাব আবু সিনা নূরুল ইসলাম মামুন, মাওলানা মোঃ নূরুল আমিন, জনাব মোঃ মুহি উদ্দিন, জনাব এ,এইচ,এম, ইরফানুল হক, জামায়াতের পার্শ্ববর্তী জেলাসমূহের কর্মপরিষদ সদস্যবৃন্দ, কাপাসিয়া উপজেলা আমীর, গাজীপুর জেলা এবং গাজীপুর মহানগর শাখার সকল থানা এবং উপজেলা আমীর, সেক্রেটারিসহ বিপুল সংখ্যক আলেম-উলামা ও স্থানীয় নেতৃবৃন্দ।
শোকবাণী
অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৭ জুন ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ আমাদের ছেড়ে মহান রাব্বি কারিমের দরবারে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি তাঁর প্রতিটি কাজে শতভাগ আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এমন একজন নিষ্ঠাবান সঙ্গীকে হারিয়ে ভীষণ খারাপ লাগছে। আল্লাহ তাআলার ফায়সালাই চূড়ান্ত। এই অমোঘ সত্য আমাদেরকে মেনে নিতেই হবে।
শোকবাণীতে তিনি আরো বলেন, হে মহান প্রভু! বিবেকের দায়বোধের জায়গা থেকেই সাক্ষ্য দিচ্ছি, তিনি তাঁর চিন্তায়, কথায় এবং আমলে শুধু তোমার সন্তুষ্টির জন্যেই পাগলপারা ছিলেন। হে মহান প্রভু! তোমার এই গোলামের ওপর শতভাগ সন্তুষ্ট হয়ে মেহেরবাণী করে ক্ষমা করে দাও। তোমার রহমতের ফেরেশতাদেরকে প্রিয় ভাইটির সঙ্গী বানিয়ে দাও। তোমার আবরার বান্দাদের মধ্যে তাঁকে কবুল করে নাও। জান্নাতুল ফিরদাউস মেহেরবাণী করে তাঁকে নসীব করিও। হে রাব্বুল আলামীন! তাঁর পরিবার, প্রিয়জন ও সহকর্মীদেরকে সবরে জামিল দান করো। ইয়া রাব্ব, তোমার একান্ত মেহেরবাণী দিয়ে তাঁর ঘাটতি পূরণ করে দিও। আমীন, ইয়া রাব্বাল আলামীন।
অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দীন, সেক্রেটারি জনাব মোঃ খায়রুল হাসান এবং গাজীপুর জেলা আমীর ডা. জাহাঙ্গীর আলম ও জেলা সেক্রেটারি মাওলানা শেফাউল হক গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। দ্বীন কায়েমের একনিষ্ঠ সেবক অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।