১ জুন ২০২২, বুধবার

সুমাইয়া আক্তারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানার মহিলা বিভাগের ওয়ার্ড সেক্রেটারি ও নীলফামারী জেলা ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের ছোট বোন সুমাইয়া আক্তার কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জুন দুপুর ১২টায় ৩০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও সাড়ে তিন বছরের ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ জুন সকাল ৯টায় নীলফামারী জেলার পুরাতন রেল স্টেশন এলএসডি গোডাইন পাড়ায় জানাযা শেষে তাঁকে বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

সুমাইয়া আক্তারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০১ জুন ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সুমাইয়া আক্তারের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। মা হারা অবুঝ শিশুটিকে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন এবং মরহুমার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদেরকে এই শোককে সইবার শক্তি দান করেন।