ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কুরাইস হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ মে ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মেধাবী ছাত্রনেতা কুরাইশ হোসেন ৭ মে সকালে সাংগঠনিক প্রোগ্রাম শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে সিরাজগঞ্জ রোডের শাহেবগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। কুরাইশ ছিলেন তিন ভাই-বোনের মধ্যে বাবা-মার একমাত্র পুত্র সন্তান। প্রিয় ও আদরের মানুষটিকে হারিয়ে পরিবার-পরিজন খুবই শোকাহত হয়ে পড়েছেন। তাদের সান্ত¡না দেয়ার ভাষা আমার জানা নেই। আমি তার ইন্তিকালে গভীরভাবে শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।