আরও

২১ মার্চ ২০২২, সোমবার

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় কমপক্ষে ৬ জনের বেশি যাত্রী নিহতসহ কয়েকজন নিখোঁজের ঘটনায় গভীর শোক প্রকাশ

শীতলক্ষ্যা নদীতে এমভি রূপসী-৯ জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এলএম আফসার উদ্দিন নামে একটি লঞ্চ ডুবির ঘটনায় কমপক্ষে ৬ জনের বেশি যাত্রী নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২১ মার্চ এক শোকবাণী প্রদান করেছেনঃ-

শোকবাণীতে তিনি বলেন, “২০ মার্চ দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে এমভি রূপসী-৯ জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এলএম আফসার উদ্দিন নামে একটি লঞ্চ ডুবির ঘটনায় কমপক্ষে ৬ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন এবং এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আমি এই লঞ্চ ডুবির ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শীঘ্রই তাদের শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।

শোকবাণীতে তিনি আরো বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

অপরদিকে ২১ মার্চ ভোর ৫টার দিকে এক ভয়াবহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ যুবক নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাইভেটকারে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পথে ঐ ৫ যুবক মর্মান্তিকভাবে নিহত হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শোকবাণীতে বলেন, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাণবন্ত এই যুবকদের ইন্তিকালে আমার হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য আমি মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদের মা-বাবা ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।

শোকবাণীতি তিনি আরো বলেন, চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে দেশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়া উচিত। নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”