আরও

২৫ ডিসেম্বর ২০২১, শনিবার

বিশিষ্ট সাংবাদিক জনাব রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তিকালে শোক প্রকাশ

বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তিকালে শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৫ ডিসেম্বর ২০২১ এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব রিয়াজ উদ্দিন আহমেদ একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সারাদেশের সাংবাদকিদের প্রতিষ্ঠান বিএফইউজের সভাপতি ছিলেন। তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকতার জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন পেশাদার সাংবাদিককে হারাল। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।