১ জানুয়ারি ২০১৭, রবিবার

জেলা/মহানগরী আমীরের ক্ষমতা

জেলা/মহানগরী আমীরের ক্ষমতা নিম্নরূপ হইবেঃ
১। জেলা/মহানগরী আমীর জেলা/মহানগরী মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া আমীরে জামায়াতের সম্মতিক্রমে জেলা/মহানগরী নায়েবে আমীর নিয়োগ করিতে পারিবেন।
২। তিনি জেলা/মহানগরী মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া জেলা/মহানগরীর সেক্রেটারী এবং বিভাগীয় সেক্রেটারী নিয়োগ ও অব্যাহতি প্রদান করিবেন।
৩। জেলা/মহানগরী দপ্তরে কর্মচারী নিয়োগ ও অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
৪। জেলা/মহানগরী মজলিসে শূরা ও সদস্য (রুকন) বৈঠক আহ্বান করিবেন।
৫। জেলা/মহানগরী মজলিসে শূরা কর্তৃক গৃহীত বাজেট অনুযায়ী বাইতুলমাল হইতে অর্থ ব্যয় এবং নিজের কর্তব্য পালনের ব্যাপারে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন।
৬। এতদ্ব্যতীত আমীরে জামায়াত কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।