আজ ০৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬.৩০টায় আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ও শিল্প ও বাণিজ্য নাজেম মোহাম্মাদ তৌহিদুজ্জামান, খেলাফত মজলিসে যুগ্ম মহাসচিব এড. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব মুহাম্মাদ মুনতাসির আলী, বিডিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ হোসাইন ও আনোয়ারুল কবির প্রমুখ।
বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে।
২। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
৩। মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলভূক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে।
৪। ৮ দলভূক্ত দলসমূহের কার্যক্রম বেগবান করতে জেলা/উপজেলা ভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।
৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভূক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা আগামীকাল ৯ ডিসেম্বর থেকে শুরু হবে।
বার্তা প্রেরকঃ
ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি)
সমন্বয়ক
আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটি