চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল ২ ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় আমীরে জামায়াতকে স্বাগত জানান বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
আমীরে জামায়াত বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এই কঠিন পরিস্থিতিতে তাঁর পরিবারের সম্মানিত সদস্যদের ধৈর্যধারণ করার তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহর নিকট দো'য়া করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু তিনি এখনো সার্ভাইভ করছেন, আমরা আশা রাখি ও দো'য়া করি- তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন এবং তাঁর রোগমুক্তির জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করেন।
সঙ্গতকারণেই হাসপাতালে ভিড় করে শৃঙ্খলা ভঙ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং তাঁর সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করার আবেদন জানান।