২৬ অক্টোবর ২০২৫, রবিবার

‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিকা ও পেশাজীবী সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সমাজে চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব- মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব মোবারক হোসাইন বলেছেন,

“মানবজাতিকে আল্লাহ শিক্ষার মাধ্যমেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মহান গুরুদায়িত্ব পালন করে থাকেন শিক্ষক সমাজ। তাই শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের অন্যতম মৌলিক ভিত্তি। সমাজে চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব। অতীতের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে নারী সমাজের ভূমিকা ছিল অনন্য। তাই আগামী নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষিকা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ইনশাআল্লাহ।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর-এর মোহাম্মদপুর জোন (ঢাকা-১৩ আসন)-এর উদ্যোগে ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিকা ও পেশাজীবী সমাজের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ শ্যামলী রিং রোডস্থ গ্র্যান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যা এবং মোহাম্মদপুর জোন পরিচালিকা মুহতারামা নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হাবীবা চৌধুরী, বিভাগীয় প্রধান, রেডিওলজি ও ইমেজিং বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ; সুফিয়া জামাল, সেক্রেটারি, মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তর; এবং ফাতিমা খাতুন, প্রধান শিক্ষিকা, হযরত আয়েশা (রাঃ) একাডেমি ও কর্মপরিষদ সদস্যা, ঢাকা মহানগরী উত্তর।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “স্বপ্নের বাংলাদেশ গঠনে শিক্ষিকা ও নারী পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষার আলোতেই নারীর মর্যাদা, অধিকার ও স্বাধীনতা সর্বোচ্চভাবে নিশ্চিত হতে পারে।” তাঁরা আসন্ন নির্বাচনে নৈতিক ও মূল্যবোধনির্ভর সমাজ গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন শাহিদা খাতুন, প্রধান শিক্ষিকা, সরকারি জামিলা আইনুন আনন্দ উচ্চ বিদ্যালয়; এবং মীরা পাল, প্রতিষ্ঠাতা, ব্লুমিং চাইল্ড স্কুল।

সভায় ২৯, ৩০ ও ৩২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের কমিশনার পদপ্রার্থী কাওসার জাহানকে উপস্থিত সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপ্তিতে মোহাম্মদপুর পূর্ব থানা সেক্রেটারি নাসিমা আক্তার ডলি সমাপনী ঘোষণা ও দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন।