১. বাংলাদেশের মহান স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যে আধুনিক সমরাস্ত্র, প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে একটি সময়োপযোগী ও শক্তিশালী প্রতিরক্ষাবাহিনী গড়ে তোলা হবে। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হবে।
২. জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে।
৩. প্রতিরক্ষা শিল্পকে যথাযথ গুরুত্ব প্রদান ও উৎসাহিত করা হবে।
৪. দেশের প্রতিরক্ষা বাহিনীকে ন্যায় ও কল্যাণমুখী আদর্শের ভিত্তিতে দেশরক্ষার চেতনায় উজ্জীবিত করার উদ্যোগ নেয়া হবে।
৫. প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে ২০-৩০ বছর বয়সের নাগরিকদেরকে ক্রমান্বয়ে সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা নেয়া হবে।