৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ৮:০১

এবার রাবির মেইন গেট বন্ধ করে দিলো আওয়ামী লীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে মেইন গেট বন্ধ করে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো। সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই গেট বন্ধ করে তারা আন্দোলন করে। এ দিকে গেট বন্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ক্লাস থাকলেও অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেননি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিসির সাথে দেখা করে চাকরির আশ্বাস পেলে আন্দোলন প্রত্যাহার করে নেয়। এর আগে তারা গত রোববার একই দাবি নিয়ে ভিসির দফতরে ঢুকে তর্কাতর্কি করে।
জানা যায়, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় মেইন গেটে মতিহার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন তালা ঝুলিয়ে দিয়ে বাইরে অবস্থান করে। প্রায় আড়াই ঘণ্টা ধরে বন্ধ করে রাখে প্রধান গেট। এতে করে বিশ্ববিদ্যালয় সকাল, ৮, ৯, ও ১০টার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে অনেক শিক্ষার্থীর ক্লাস থাকা সত্ত্বেও ক্যাম্পাসে আসতে পারেননি। অনেকে এলেও গেটে ঢুকতে ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা অবরোধ করে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর গিয়ে তাদেরকে ভিসির কাছে আলোচনার জন্য ডেকে নিয়ে যান। পরে সাড়ে ৯টায় আলোচনায় বসার পর আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
ভিসির সাথে আলোচনা শেষে মতিহার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম বলেন, ‘চাকরির বিষয় নিয়ে ভিসির সাথে আলোচনা হয়েছে, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা আর আন্দোলনে যাবো না।’
বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, এখানে শিক্ষার্থীরা পড়াশুনা ও জ্ঞান অর্জনের জন্য আসে। যেকোনো বিষয়ে প্রধান ফটক বন্ধ করে এ জ্ঞান অর্জনে বাধা প্রদান করা দুঃখজনক। আমরা সমাজের সব পক্ষের সাথে বসে এ বিষয়টি সমাধানের চেষ্টা করব।
http://www.dailynayadiganta.com/detail/news/193803