১১ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ৫:০১

রাজধানীতে চালক বেশে চলন্ত বাসে ছিনতাই

রাজধানীর টিকাটুলীতে চলন্ত বাসে দুই মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে আহত দুই ব্যবসায়ী হলেন আলম মিয়া (৪৮) ও শফিকুল ইসলাম (৩২)। গতকাল ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের দাবি, তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বাসের চালক ও যাত্রীবেশে থাকা তার সহযোগীরা এ ছিনতাই করে।
আহত শফিকুল জানান, তারা বর্তমানে ঢাকার কাপ্তান বাজারে আকাশ হোটেলে থাকেন। তিনি কাপ্তান বাজারে মাছের ব্যবসায় করেন। ভোরে একজনকে সাথে নিয়ে মাছ কিনতে যাত্রাবাড়ীর মাছের আড়তের উদ্দেশে রওনা হন। বঙ্গভবনের পাশের রাস্তা থেকে তুরাগ পরিবহনের বাসে ওঠেন। পরে বাসটি টিকাটুলী যাওয়ার পরপরই বাসের ভেতর থাকা চার-পাঁচ যুবক তাদের কাছে থাকা টাকা কেড়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু টাকা না দেয়ায় ওই যুবকদের মধ্যে দু’জন ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে যায়। পরে বাসটি সায়েদাবাদ থামিয়ে সবাই পালিয়ে যায়। সায়েদাবাদে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যান। ঢাকা মেডিক্যাল সূত্র জানায়, ছুরিকাঘাতে শফিকুলের ডান হাত ও আলমের পেটে জখম হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বাসচালক, তার সহকারী ও আরো কয়েকজন এই ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
http://www.dailynayadiganta.com/detail/news/194774