২ জানুয়ারি ২০১৭, সোমবার, ২:১৮

ক্যাবের প্রতিবেদন: দুর্নীতি অব্যবস্থাপনায় গ্যাস সরবরাহে অবনতি

দেশে গ্যাস খাতে সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হয়েছে বিদায়ী ২০১৬ সালে। উন্নতি ঘটেনি চলমান দুর্নীতি এবং অব্যবস্থাপনার।
সরবরাহ বাড়াতে গ্রাহকের অর্থ দিয়ে বিভিন্ন সময়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়নে বিভিন্ন সময়ে তহবিল গঠন করা হয়। কিন্তু এতে জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় এ খাতে চলমান দুর্নীতি এবং অব্যবস্থাপনা অব্যাহত ছিল আগের মতোই। ফলে হাজার হাজার কোটি টাকার এসব তহবিলের ব্যবহারে বছরজুড়েই ছিল অস্বচ্ছতা। এমন দাবি করা হয়েছে দেশে ভোক্তা স্বার্থ সংরক্ষণকারী বেসরকারি প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বাৎসরিক এক প্রতিবেদনে। রোববার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের বিষয়বস্তু প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ২০১৬ সালে দেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং এ খাতে গ্রাহক পর্যায়ে দুর্নীতি কমেছে। এরই মধ্যে বিদ্যুৎ উন্নয়ন তহবিল ব্যবহার করে সিলেটের বিবিয়ানায় একটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দামেরও বৃদ্ধি ঘটেনি। তবে সরবরাহ কোম্পানিগুলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির আবেদন জানিয়েছে। অন্যদিকে এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে গ্যাস খাতে। সরবরাহ এবং দুর্নীতি ও অব্যস্থাপনা কোনোটারই উন্নতি ঘটানো যায়নি। ফলে বিভিন্ন সময়ে বিইআরসি কর্তৃক গ্রাহকের অর্থে সরববাহ বৃদ্ধির লক্ষ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন তহবিল সৃষ্টি করা হয়েছে- তার ব্যবহারও অনেকটা অস্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
এ প্রসঙ্গে ক্যাব সভাপতি গোলাম রহমান বলেছেন, নতুন বছরে গ্যাস খাতে বিরাজমান অচলাবস্থা দূর করতে সরবরাহ বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভোক্তার অর্থে গঠিত গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে গঠিত হাজার হাজার কোটি টাকার এসব তহবিলের ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, এটি নিশ্চিত করতে হলে ভোক্তা প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে গ্যাস খাতে একটি শক্তিশালী ব্যবস্থাপনা কমিটি গঠনের বিকল্প নেই। একই সঙ্গে জনস্বার্থে প্রতি বছর এসব তহবিলের অডিট প্রতিবেদনও প্রকাশ করতে হবে। যেখানে জবাবদিহিতার দৃষ্টান্ত প্রতিফলিত হবে।
ক্যাবের প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০১৬ সালে জ্বালানি তেলের দাম কমেছে ৫ দশমিক ৫৮ শতাংশ। পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফারনেস অয়েলের মতো জ্বালানি তেলের দাম এ বছর কমানো হয়। কিন্তু দাম কমানোর এ উদ্যোগ আন্তর্জাতিক বাজারের মূল্যহ্রাসের তুলনায় দেশের বাজারে অনেক কম। নতুন বছরে ক্যাব আশা করছে, সরকার অচিরেই জ্বালানি তেলের দাম আরও কমানোর পদক্ষেপ নেবে। একই সঙ্গে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যও অপরিবর্তিত রাখবে।
http://www.jugantor.com/first-page/2017/01/02/89833/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BF