২৪ জুন ২০১৭, শনিবার, ১২:১৪

ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ

সোনারগাঁওয়ে ২২ কিমি. যানজট

-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। গতকাল ভোর থেকে দিনভর যানজটের সৃষ্টি হয়। যানজটে ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে বের হওয়া এসব মানুষকে ভোগান্তিও পোহাতে হচ্ছে। যানজটে দীর্ঘণ বসে থাকতে হচ্ছে গাড়িতে। আটকা পড়া যানবাহনগুলো ধীরগতিতে চলতে দেখা যায়। চট্টগ্রামমুখী লাইনে যানজটে আটকা পড়েছেন সবচেয়ে বেশি যাত্রী। এ দিকে মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় ধীরগতিতে টোল আদায়ে যানজটের মূল কারণ বলে দাবি করছেন যানজটে আটকাপড়া গাড়ির চালকেরা।
কুমিল্লাগামী স্টার লাইন পরিবহনের যাত্রী আলী আকবর, মোতাহার, লুৎফা বেগম জানান, কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পার হতেই আমাদের ৫ ঘণ্টা সময় বাসে বসে থাকতে হয়েছে। নোয়াখালীগামী জোনাকী পরিবহনের যাত্রী সারোয়ার, মুকুল জানান, ঈদের ছুটিতে আমরা গতকাল ভোরে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি। যানজটে আটকা পড়ে গরমে সাথে থাকা নারী, শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
সরেজমিন গতকাল দেখা গেছে, কাঁচপুর এলাকায় মহাসড়কের ওপর বিভিন্ন যাত্রীবাহী পরিবহন থামিয়ে চাঁদাবাজরা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের চাঁদাবাজি করছে। এ কারণে গাড়ি ধীরগতি হওয়ায় মহাসড়কে যানজট হচ্ছে। এ ছাড়া শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ, মহাসড়কের ওপর কাউন্টার সার্ভিস বসিয়ে পরিবহন দাঁড় করিয়ে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। কাউন্টার বসিয়ে অবৈধ স্থাপনা দখল করে চাঁদাবাজরা চাঁদাবাজি করছে বলে অনেকের অভিযোগ।
চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক সাদ্দাম মিয়া জানান, মেঘনা টোলপ্লাজা এলাকায় ধীরগতিতে টোল আদায় করায় এখানে আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়।
এশিয়া লাইন বাসের চালক জসিম উদ্দিন অভিযোগ করেন দালালকে অতিরিক্ত টাকা না দিলে মেঘনা সেতুর টোলপ্লাজায় মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালকেরা ভোগান্তিতে পড়ছেন। টাকা না দিলে ওজন বেশি বলে বেশি টোল আদায় করা হচ্ছে। ফলে প্রবেশপথে তর্কবিতর্কে এ যানজট সৃষ্টি হচ্ছে।
এ দিকে কবির নামে স্থানীয় বাসিন্দা জানান, কাঁচপুর ও মোগরাপাড়া বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশ দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় দীর্ঘ সময় যানজটের দুর্ভোগ পোহাতে হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল আলম জানান, ঈদের ছুটিতে অতিরিক্ত গাড়ির চাপ, মেঘনা ও কাঁচপুর সেতুর মধ্যে গাড়ি বিকল হওয়ার কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমাদের প্রচেষ্টায় গতকাল বিকেলে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
সোনারগাঁও থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, ঈদের ছুটিতে মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকায় গাড়ি ধীরগতিতে চলে। ফলে কিছুটা যানজট হয়। এ যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁও থানা পুলিশ কাজ করছে।

http://www.dailynayadiganta.com/detail/news/231026