২১ জুন ২০১৭, বুধবার, ২:৫০

পাউবোর আজব তথ্য

হাওরডুবির সময় ২ কোটি টাকার ইমার্জেন্সি ওয়ার্ক!

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধে ২ কোটি টাকার বেশি জরুরি মেরামত কাজ বা ইমার্জেন্সি ওয়ার্ক হয়েছে বলে দাবি করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধ নির্মাণের কাজে দুর্নীতির দায়ে প্রত্যাহার হওয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন এই কাজের বিল আগামী ৩০ জুনের মধ্যে প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। তবে হাওরাঞ্চলের জনপ্রতিনিধিরা বলেছেন, 'এত টাকার ইমার্জেন্সি ওয়ার্কের সুযোগই এবার পাউবো পায়নি।'


পাউবোর ওই সূত্র আরও জানায়, এবার হাওরডুবি শুরু হলে জেলার শনির হাওর, মাটিয়ান হাওর, পাগনার হাওর, সোনামড়ল, টাঙ্গুয়া, বরাম, ভাণ্ডা, আঙ্গুরালি ও কাইলানি হাওরে বাঁশ-বস্তা, বালুসহ নানা কাজে পাউবোর ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ের কাগজপত্র প্রস্তুত হয়েছে। ৩০ জুনের মধ্যে এই বিল প্রস্তুতের জন্য চলছে তোড়জোড়। অথচ বাঁধ ডুবির সময় জেলা প্রশাসন থেকেও বাঁশ-বস্তা কেনার জন্য নগদ টাকা দেওয়া হয়েছিল বলে তখনকার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।


সুনামগঞ্জ পাউবোর বর্তমান নির্বাহী প্রকৌশলী আবু বখর সিদ্দিক ভুইয়া জানান, ইমার্জেন্সি ওয়ার্ক হয়েছে, তা তাকে জানানো হয়েছে। প্রত্যাহারকৃত নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন এর কাগজপত্র তৈরি করছেন।


বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, 'আঙ্গারুলি হাওরডুবির সময় পাউবো কোনো ইমার্জেন্সি ওয়ার্ক করেনি।' তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, 'ইমার্জেন্সি ওয়ার্ক হয়েছে শুধু শনি এবং পাগনার হাওরে। অন্য হাওর রক্ষা বাঁধে কাজ করার সুযোগ পায়নি পাউবো।' তিনি জানান, শনির হাওরে পাউবো সাড়ে ৩ লাখ টাকা দিয়েছে। বাকি টাকার ব্যবস্থা উপজেলা পরিষদ ও স্থানীয়রাই করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. শফিউল আলম বলেন, 'হাওরডুবির সময় কিছু বাঁশ-বস্তা পাউবো দিয়েছে। তবে তার পরিমাণ আমার জানা নেই।'

জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, 'হাওরডুবিতে ইমার্জেন্সি ওয়ার্ক হয়েছে এমন বিষয় আমাকে জানানো হয়নি।' পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান বলেন, 'সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের সব বিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী।'

http://bangla.samakal.net/2017/06/21/302707#sthash.oH7iTJhp.dpuf