১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার, ১১:২০

রৌমারী সীমান্তে যুবককে হত্যা করেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে কালাই নদীর ব্রিজের ওপর থেকে পাথর মেরে বাংলাদেশী যুবককে হত্যা করেছে।
জানা যায়, গত মঙ্গলবার ভোরে বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-এর কাছে কালাই নদীতে একটি ব্রিজের নিচ দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ল্য করে ব্রিজের ওপর থেকে পাথর ছুড়ে মারে।
এতে বাংলাদেশী নূর হোসেন (২৫) আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়। তবে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নূর হোসেন উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার ছেলে।
৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান জানান, নিহত ব্যক্তির লাশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, শুনা গেছে, সীমান্তে বিএসএফের ছোড়া পাথরের আঘাতে নূর হোসেন নামের ব্যক্তির মারা যান। তবে গতকাল বুধবার তার লাশ সীমান্তের দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিঞ্জিরাম ও ভারতের কালাই নদী মুখে পাওয়া যায়।

http://www.dailynayadiganta.com/detail/news/228518