৪ জুন ২০১৭, রবিবার, ১০:২৯

পল্টনে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার

রাজধানীর পল্টনে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাত সোয়া ৯টায় তিনটি মোটরসাইকেলে ছয়জন অস্ত্রধারী ছিনতাইকারী টাকা নিয়ে যাওয়ার সময় চার থেকে পাঁচ রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের লোকজন ধরধর করে চিৎকার করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে চলে যায়। খবর পেয়ে পল্টন থানা পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতকাইকারীদের ধরতে পারেনি পুলিশ। তবে ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তিকে পরে আর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, টাকা লুটে নেয়া শেষে ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে দৌড়ে পালিয়ে যেতে বলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক বয়সের একটি লোক রিকশায় বাইতুল মোকাররমের উত্তরগেট হয়ে প্রধান সড়ক থেকে পল্টনের আজাদ প্রডাক্টসের গলি হয়ে দৈনিক সংবাদ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। সংবাদ অফিসের পশ্চিম উত্তর কর্নারে আসামাত্র তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন তার রিকশা ঘিরে ধরে। দু’জন অস্ত্রধারী ওই ব্যক্তিকে রিকশা থেকে নামিয়ে তার কাছে থাকা ব্যাগ কেড়ে নেয়। এরপর তাকে মাটিতে শুইয়ে তার পায়ের মোজা, বুকের মধ্যে থাকা টাকা হাতিয়ে নিতে শুরু করে। শরীর তল্লাশি করে প্রায় পাঁচ মিনিট ধরে টাকা নেয়। টাকা নেয়া শেষে ছিনতাইকারীরা ওই লোকটিকে দৌড়ে পালিয়ে যেতে বলে। এ সময় আশপাশের ব্যবসায়ীরা চিৎকার করে উঠলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। তারা পাঁচ মিনিট ঘটনাস্থলে অবস্থান করে গুলি চালাতে থাকে। একপর্যায়ে টাকা নিয়ে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল নিয়ে রাঁধুনী রেস্টুরেন্টের সামনে দিয়ে বিজয়নগর প্রধান সড়কের দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান যে ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করা হয়েছে ওই ব্যক্তির কাছে বেশ কয়েকটি বান্ডিল ছিল। ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ১০ লাখ টাকা হতে পারে। লোকটি গুলিতে আহত হয়েছে কি না জানা যায়নি। অস্ত্র থাকায় এবং এলোপাতাড়ি গুলি করায় আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধরতে পারেনি। তবে ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য রাঁধুনী রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ওই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।
পুলিশ জানায়, তারা ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহের পাশাপাশি সোর্স লাগিয়ে ছিনতাইকারীরা কেমন বয়সী ছিল, কোন ধরনের মোটরসাইকেলে এসেছে তা বের করার চেষ্টা করছে।

http://www.dailynayadiganta.com/detail/news/225571