২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৯:৪৪

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত দুই শতাধিক মসজিদ পুনঃনির্মাণের উদ্যোগ তুরস্কের

তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন সিরিয়ার বিধ্বস্ত মসজিদসমূহে পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছে। যুদ্ধের সময় যেসব মসজিদ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওইসব মসজিদকে এর আওতায় আনা হয়েছে।
তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তফা তুতখুন স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত ৬৬টি পুনঃনির্মাণ করবে তারা। তুরস্কের প্রধানমন্ত্রীর সহায়তার এ সংস্কার কাজ পরিচালিত হতে।
তুতখুন বলেছে, তুর্কি সরকার কর্তৃক উদ্ধারকৃত অঞ্চলের মসজিদগুলোই পুনঃনির্মাণ করা হবে। ইতোমধ্যে বেশ কিছু মসজিদ পুনঃনির্মাণের কাজ শেষও হয়েছে।
তিনি আরো বলেন, আরো ১২৭ মসজিদের পুনঃর্নিমার্ণের কাজ খুব শীঘ্রই শুরু করবে তারা।

http://www.dailysangram.com/post/281193-