ফাইল ছবি
২৪ এপ্রিল ২০১৭, সোমবার, ১১:৪২

জামালগঞ্জের পাগনার হাওরও ডুবে যাচ্ছে

সুনামগঞ্জের বড় হাওরগুলোর তালিকায় থাকা সর্বশেষ হাওর জামালগঞ্জের পাগনার হাওরের বাঁধ ভেঙে তলিয়ে যেতে শুরু করেছে প্রায় ১০ হাজার হেক্টর জমি।


সোমবার ভোর ৫ টা ২২ মিনিটে এই হাওরের উড়ারবন্দ বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকা শুরু করেছে। এরমধ্য দিয়ে বড় হাওরের সবকটিরই ধান ভেসে গেল।

শনির হাওরের মতো বড় কয়েকটি হাওরের পরই আয়তনের দিক থেকে পাগনার হাওর ছিল বৃহৎ। এই হাওর ডুবে যাওয়ায় দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, জামালগঞ্জের ফেনারবাক, ভীমখালি এবং নেত্রকোণার কালিয়াজুড়ি উপজেলার একটি অংশের ফসল তলিয়ে যাচ্ছে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ জানান, প্রায় ৫০ টি গ্রামের কমপক্ষে ২০ হাজার কৃষকের জমি রয়েছে পাগনার হাওরে। হাওরে থাকা ১০ হাজার হেক্টর ফসলি জমির বেশিরভাগই ২-৩ ঘণ্টায় ডুবে গেছে।

হাওরপাড়ের কৃষকরা বলেছেন, প্রায় পাকা ধান তারা কাটতে শুরু করেছে। এমন সময় পানি ঢোকায় তাদের স্বপ্ন বিলীন হয়ে গেল।

http://bangla.samakal.net/2017/04/24/287673#sthash.3Y17Sx8Y.dpuf