৯ এপ্রিল ২০১৭, রবিবার, ১:৫১

বহু প্রত্যাশিত তিন ইস্যুর সুরাহা হয়নি

- সাবেক রাষ্ট্রদূত শফিউল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের মানুষের বহু প্রত্যাশিত তিন ইস্যুর সুরাহা হয়নি। এসব ইস্যুর মধ্যে রয়েছে- তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ এবং পাটপণ্যের ওপর এন্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহার। যমুনা টেলিভিশনকে দেয়া এক প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রদূত শফিউল্লাহ এসব কথা বলেন। তবে এ সফরে ইতিবাচক দিক রয়েছে বলে মনে করেন তিনি।
শফিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের কয়েকটি দিক রয়েছে। প্রথমত দেশের মানুষের বহু প্রত্যাশিত তিস্তা চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি কবে এ চুক্তি হবে, তাও উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত ‘আমাদের পাটপণ্যের ব্যাপারে অনেক দিন থেকে এন্টি ডাম্পিং ডিউটি (নিজস্ব পণ্যের সুরক্ষা শুল্ক) আরোপ করেছে ভারত’। মানুষ ধারণা করেছিল, প্রধানমন্ত্রীর সফরে এর সুরাহা হবে। এই ডিউটি প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তৃতীয়ত সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সবগুলোই এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল।

http://www.jugantor.com/last-page/2017/04/09/116171/