১ এপ্রিল ২০১৭, শনিবার, ১০:০৮

দুই দশক পর পশ্চিম তীরে ফের ইসরাইলি বসতি

দুই দশকের বিরতি শেষে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ অনুমোদন দেয়া হয়। পশ্চিম তীরে বসতি নির্মাণ প্রক্রিয়া কমিয়ে আনতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার মধ্যেই এ বিতর্কিত সিদ্ধান্ত নিল তেল আবিব। খবর বিবিসি ও আল-জাজিরার।
স্থানীয় নাবলুসের পাশের আমেক সিলো এলাকায় নতুন করে বসতি নির্মাণের অনুমতি দেয় ইসরাইলের মন্ত্রিসভা। মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়ার পর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত মাসে ইসরাইলের সুপ্রিম কোর্টের আদেশে স্থানীয় আমোনা এলাকায় বসতি নির্মাণ বন্ধ হয়ে গেছে। সেখানকার মানুষদের সরিয়ে এনে এ নতুন বসতিতে জায়গা দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। এ এলাকার বাসিন্দাদের বসবাসের জন্য নতুন জায়গা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। এ অনুমোদনের মধ্য দিয়ে নেতানিয়াহুর দেয়া প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে বলে বিশ্লেষকদের মত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বসতি স্থাপন আপাতত বন্ধ রাখতে ইসরাইলকে আহ্বান জানান। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের সঙ্গে বসতি স্থাপন কমিয়ে আনা সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই বৃহস্পতিবার হঠাৎ নেতানিয়াহু ঘোষণা দেন, ‘আমরা নতুন একটি বসতি স্থাপনের অঙ্গীকার করেছি... আজ তা আমরা রক্ষা করব।’
ইসরাইলের এ উদ্যোগের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হানান আশরাওই বলেন, ‘আজকের এ ঘোষণা নতুন করে প্রমাণ করল ইসরাইল বেআইনি বসতি নির্মাণ প্রক্রিয়া থেকে সরে আসবে না। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হলেও দেশটি এ উদ্যোগ থেকে পিছপা হবে না।’
অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকেই ইসরাইল-ফিলিস্তিনি বিরোধ চলছে। ১৯৬৭ সালের পর থেকে এ অঞ্চলে অন্তত ১৪০টি বসতি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বসবাসের জন্য নতুন করে জায়গা দেয়া হয়েছে ৬০ লাখের বেশি ইহুদিকে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণ বেআইনি। তবুও দেশটি আইন ভেঙে এ প্রক্রিয়া চলমান রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরাইলের বসতি নির্মাণ প্রক্রিয়া জোরদার হয়েছে।
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে পাঁচ নিন্দা প্রস্তাব : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি নিন্দা প্রস্তাব পাস করেছে। এর মধ্যে ফিলিস্তিনিদের অধিকার লংঘনের জন্য চারটি এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে রাখার জন্য একটি নিন্দা প্রস্তাব আনা হয়। মিডল ইস্ট মনিটর এ কথা জানিয়েছে। এ সম্পর্কে ফিলিস্তিনের পররাষ্ট্র দফতরের জাতিসংঘ বিভাগের পরিচালক ওমর আওয়াদ তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুকে জানান, ‘কাউন্সিল স্বতঃস্ফূর্তভাবে আমাদের পক্ষে চারটি প্রস্তাব পাস করেছে।’ ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে অবৈধ ইসরাইলি বসতি নির্মাণ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, দখল করা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লংঘন প্রসঙ্গে চারটি নিন্দা প্রস্তাব আনা হয়।

http://www.jugantor.com/ten-horizon/2017/04/01/113909/