২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার, ১০:৫২

বাংলাদেশ ব্যাংকে আগুন

এফইপিডির বিভিন্ন ফোরে ধোঁয়ার গন্ধ

কাজ বন্ধ

বাংলাদেশ ব্যাংকে আগুনে ক্ষতিগ্রস্ত বৈদেশিক মুদ্রানীতি বিভাগে গতকাল নিয়মিত কোনো কাজ হয়নি। তদন্তকাজের জন্য কোনো সংবাদকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি। তবে গতকাল দিনের বিভিন্ন সময় তদন্তকাজে নিয়োজিত কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। সকালে মতিঝিল থানার দুই কর্মকর্তা পরিদর্শন করেন। এ দিকে আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানিতে এফইপিডিসহ ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের কিছু ফাইল ভিজে গেছে। ধোঁয়ার উৎকট গন্ধ ছিল ১৯ তলা পর্যন্ত। অপর দিকে, গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপর দিকে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে রিজার্ভ চুরির পর আইনশৃঙ্খলা বাহিনী আলামত হিসেবে জব্দকৃত গুরুত্বপূর্ণ কম্পিউটারগুলো বাংলাদেশ ব্যাংকে ফেরত দেয়া ও বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর ওপর আলোচনা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে।
এফইপিডিতে কাজ বন্ধ : গত বৃহস্পতিবার অন্যান্য বিভাগের মতো কাজ শেষে বাসায় ফেরেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কর্মকর্তারা। মাঝে তিন দিন সরকারি ছুটি থাকায় গতকাল তারা অফিসে আসেন। অন্য বিভাগের কর্মকর্তারা যথারীতি নিজেদের বিভাগে গিয়ে কাজ করলেও এফইপিডির কর্মকর্তারা তাদের বিভাগে যেতে পারেননি। গত বৃহস্পতিবার রাতে আগুন লাগায় তদন্তকাজের জন্য গতকাল এ বিভাগ বন্ধ ছিল।
গতকাল সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ১৪ তলার গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া পাহারায় রয়েছেন। বাইরে থেকে উঁকি দিতেই আগুনে পুড়ে যাওয়া প্লাস্টিক ও ধোঁয়ার উৎকট গন্ধ পাওয়া যায়। বৈদ্যুতিক বাতি বন্ধ। ভেতের বিভিন্ন তদন্ত সংস্থার লোকজন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজে ব্যস্ত। বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ওপরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘ডিপার্টমেন্ট অব অফসাইড সুপারভিশন’ (ডস) ফোরের ধোঁয়া ও পোড়ার গন্ধ রয়ে গেছে। এ গন্ধ পাওয়া যায় ১৯ তলা পর্যন্ত। ডস-এ ধোয়ামোছার কাজ চলছে। আগুন যাতে না ছড়িয়ে পড়ে, এ জন্য এই ফোরের পূর্ব পাশের জানালা ভেঙে পানি দেয়া হয়েছিল। সেই সাথে ধোঁয়া ঢোকে ফোরটিতে। তবে এ ফোরে আগুন আসতে পারেনি; তার আগেই ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়ে ফেলে।
এ দিকে আগুনে বিদ্যুতের তার পুড়ে যাওয়ায় ১৪ ও ১৫ তলায় কোনো এসি চলেনি। এতে ১৫ তলার কর্মকর্তারা গতকাল সারা দিনই গরমে চরম দুর্ভোগ পোহান।
বৈদেশিক মুদ্রানীতি বিভাগের নিচে অপর গুরুত্বপূর্ণ বিভাগ বিআরপিডির পোড়ার ঝাঁজালো গন্ধ কিছুটা কম হলেও সবার মাঝে আগুনের আলোচনা। কাজে পুরোপুরি মনোনিবেশ করানোর চেষ্টা করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংক অনুমোদন, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধানদের নিয়োগসহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ‘সুইচ হাউজ’ বলে বিবেচিত বিআরপিডির কর্মকর্তারা সতর্ক নিজ নিজ ডেস্কে থাকা ফাইলগুলোর ব্যাপারে।
এ দিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবীর। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গতকাল পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলেন, ভবিষ্যতে যেকোনো প্রকার দুর্ঘটনা রোধে কার্যত পদক্ষেপ নেয়ার বিষয়ে পর্যালোচনা করা হবে।
এ দিকে রিজার্ভ চুরির পর তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ ব্যাংকের কয়েকটি কম্পিউটার জব্দ করেছিল। ওই কম্পিউটারগুলো গুরুত্বপূর্ণ বিভাগের হওয়ায় তা ফেরত দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় কম্পিউটারগুলো ফেরত দেয়ার বিষয়ে পর্যালোচনা করা হবে। একই সাথে বাংলাদেশ ব্যাংকের যেকোনো প্রকার দুর্ঘটনা রোধে নিরাপত্তা জোরদারের বিষয়ে পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

http://www.dailynayadiganta.com/detail/news/207341