২৭ মার্চ ২০১৭, সোমবার, ১:৪০

ফরিদপুর সুপার মার্কেট সংলগ্ন ফলবতী গাছগুলো কেটে ফেলা হলো কার নির্দেশে?

প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরের প্রাক্কালে সুপার মার্কেটের সামনে পাখি ও মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সমাদৃত তিনটি ফলবতী কাঁঠাল গাছসহ ১১টি গাছ কেটে ফেলা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গত শুক্রবারও এসব গাছ কাটা হয়।
সরেজমিন সুপার মার্কেটের সামনে গিয়ে দেখা গেছে, দুইজন শ্রমিক ফরিদপুর সুপার মার্কেটের সামনে তিনটি কাঁঠাল গাছ, তিনটি কড়াই গাছ ও পাঁচটি কৃষ্ণচুড়া গাছ কেটে ফেলা হয়েছে। কোনো ধরনের টেন্ডার ছাড়াই গাছ কাটছে তারা। পথচারী ও শহরবাসীসহ সুপার মার্কেটের সাধারণ দোকানিরা গাছ কাটার এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তারা ক্ষোভ জানিয়ে বলেন, পৌরসভার কাজ নাগরিককে সেবা দেয়া। সারা শহরে ড্রেনের ঢাকনা থাকে না, শহরবাসী পানি পায় না। সেদিকে খেয়াল না করে তারা কী কারণে গাছগুলো কেটে ফেলল তা বোধগম্য নয়।

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক ইউসুফ আলী জানায়, পৌরসভার কর্মচারী জাহিদ ও বিশাই তাদের এসব গাছ কাটার নির্দেশ দিয়েছে। গাছগুলো কেটে পৌরসভায় নিয়ে যাচ্ছে তারা। তবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কাছে খোঁজ নিয়ে এ নামে গাছ কাটার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সুপার মার্কেটের দোকানিরা জানান, বিদু্যুতের তার সঞ্চালনে ব্যাঘাত সৃষ্টির কারণে এসব গাছ কাটা হচ্ছে বলে তারা জেনেছেন। তবে এ জন্য গোড়াসমেত গাছ কেন কেটে ফেলা হচ্ছে বুঝতে পারছি না। ফলবতী কাঁঠাল গাছসহ বিরাটাকায় কড়াই গাছও গোড়াসমেত কেটে ফেলা হচ্ছে বলে তারা জানান।

এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভা এসব গাছ কাটছে না। সড়ক বিভাগ অথবা ছাত্রলীগের ছেলেরা এসব গাছ কাটতে পারে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরের সৌন্দর্যে ব্যাঘাত ঘটতে পারে এমন সব স্থাপনা অপসারণের মৌখিক নির্দেশ দেয়া হয়েছে পৌরসভার সচিবকে। এসব গাছ সৌন্দর্যহানি ঘটাচ্ছে কিনা এ কথা জানতে চেয়ে প্যানেল মেয়র বলেন, শহরের সৌন্দর্যহানি করতে পারে এমন সব কিছু অপসারণের জন্য পৌরসভার সচিবকে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। অবশ্য ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গির আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এগাছগুলো সড়ক বিভাগের জায়গায় নয়। তাই সড়ক বিভাগের এসব গাছ কাটার প্রশ্নই আসে না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ফরিদপুর সুপার মার্কেটের ফলবতীসহ সৌন্দর্যবর্ধনকারী এসব গাছ কার নির্দেশে দিনেদুপুরে কেটে ফেলা হলো?

http://www.dailynayadiganta.com/detail/news/207064