২৬ মার্চ ২০১৭, রবিবার, ৭:৩৯

বায়ুদূষণের শীর্ষ নগরীর মধ্যে ঢাকা

বায়ুদূষণের ভিত্তিতে বিশ্বের শীর্ষ নগরীগুলোর মধ্যে রয়েছে ঢাকাও। অ্যামোনিয়া দূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে বায়ুদূষণের জন্য দায়ী ওজোন, অ্যামোনিয়া, ফরমিক এসিড ও মিথানল- এই চার বিষাক্ত গ্যাসের মাত্রার তথ্যের ওপর ভিত্তি করে এ তালিকা করেছে। খবর বিডিনিউজের। গবেষকদের তালিকায়
'বিশ্বে ভয়াবহ দূষিত বাতাসের নগর' হিসেবে প্রথমেই রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, দ্বিতীয় স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। এরপর যথাক্রমে রয়েছে আর্জেন্টিনার বুয়েনাস আয়ারস, ভারতের দিলি্ল এবং পঞ্চম স্থানে ঢাকা। নাসা, যুক্তরাষ্ট্র ও জাপানের একদল গবেষকের তিন বছরের বেশি সময় ধরে করা গবেষণাপত্র চলতি মাসে 'অ্যাটমোসফেরিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স' বা এসিপিডিতে প্রকাশিত হয়। নাসার উপগ্রহ 'অরা'য় স্থাপন করা ট্রপোসফেরিক এমিশন স্পেকট্রোমিটার বা টিইএস যন্ত্রের মাধ্যমে ২০১৩ সালের জানুয়ারি থেকে শুরু হয় এ গবেষণার তথ্য সংগ্রহের কাজ।
গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ফুসফুসের রোগসহ শ্বাস-প্রশ্বাসের বিভিন্ন রোগের জন্য দায়ী বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস সবচেয়ে বেশি দিলি্লর বাতাসে; যা স্বাভাবিক ক্ষতিকর মাত্রা থেকে ৭৩ দশমিক ৩ ভাগ বেশি। তারপরই রয়েছে ঢাকা। এ শহরের বাতাসে অ্যামোনিয়া রয়েছে স্বাভাবিক ক্ষতিকর মাত্রা থেকে ৫১ দশমিক ৬ ভাগ বেশি। তৃতীয় স্থানে থাকা কলকাতার বাতাসে অ্যামোনিয়ার এই মাত্রা ৪৭ দশমিক ১ ভাগ বেশি। খোলা স্থানে মলমূত্র ও কৃষিকাজে ব্যবহৃত সার থেকে সৃষ্ট অ্যামোনিয়া বাতাসে মিশে বায়ুবাহী ক্ষতিকর কণা তৈরি করে, যাতে হতে পারে ফুসফুসের রোগ।
এ ছাড়া, ওজোন গ্যাস দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। সেখানে প্রতি একক আয়তনে ৩২ দশমিক ২ পার্টস বিলিয়ন ওজোন গ্যাস রেকর্ড করেছেন গবেষকরা। ঢাকায় করাচির প্রায় অর্ধেক পরিমাণে (১৭.১ পার্টস পার বিলিয়ন) ওজোন রয়েছে।

http://bangla.samakal.net/2017/03/26/280059#sthash.EI7UR2Gh.dpuf