১৬ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ৯:৪৮

ই-মেইল হ্যাকিং: এবার বাংলাদেশের করাচি মিশনের অর্থ বেহাত

 

পাকিস্তানের করাচিতে অবস্থিত বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমানের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ৩৪ হাজার ইউরো হাতিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ লাখ টাকা। জার্মানি থেকে হাইকমিশনের জন্য একটি মার্সিডিস বেঞ্জ গাড়ি ফ্ল্যাগ কার হিসেবে কেনার জন্য হ্যাকারদের খপ্পরে পড়ে ওই অর্থ বার্লিনের একটি ব্যাংক অ্যাকাউন্টের বদলে পাঠিয়ে দেওয়া হয় ম্যানচেস্টারের ব্যাংক অ্যাকাউন্টে। ১৯ জানুয়ারি ওই অর্থ বেহাত হলেও তা করাচি মিশন বুঝতে পারে পরের দিন। খোয়া যাওয়া অর্থ উদ্ধারে বার্লিন ও ম্যানচেস্টারে আমরা চেষ্টা করছি

http://www.kalerkantho.com/print-edition/first-page/2017/03/16/475005