১৫ মার্চ ২০১৭, বুধবার, ৩:৩৮

সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন ধর্মীয় ও সাংস্কৃতিক সংলাপ -বাদশাহ সালমান

১৪ মার্চ, আল আরাবিয়া/আরব নিউজ : আন্তর্জাতিক প্রচেষ্টাই ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের সংকট সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি বাদশাহ সালমান। এ সংকট সমাধানের জন্য জরুরী আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন। চার দিনের টোকিও সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন বাদশাহ সালমান।
বাদশাহ সালমান বলেন, মধ্যপ্রাচ্যের এ সংকট আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন তৈরি করছে। সন্ত্রাসবাদ বিপজ্জনকভাবে মাথাচাড়া দিয়েছে এ অঞ্চলে। যা জাতি ও মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমাদের আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। সন্ত্রাসবাদ গুলী করতে সবার আগে প্রয়োজন ধর্মীয় ও সাংস্কৃতিক সংলাপ। মানুষের মধ্যে সহিষ্ণুতা ও পারস্পরিক সহায়তার চেতনা জাগ্রত করা প্রয়োজন। আর সহিষ্ণুতার এই চেতনা জাগ্রত করার জন্য জন্য আলোচনার প্রয়োজন বলেও মনে করেন সালমান।
বাদশাহ সালমান জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের পর বক্তৃতাকালে এসব কথা বলেন। দুই দেশের নেতা কৌশলগত ও অর্থনীতিক বিষয়ক সম্পর্ক শক্তিশালী করার জন্য গুরাত্বরোপ করেন।
জাপানকে সৌদি আরবে বিনিয়োগ করার আহবান জানান সৌদি বাদশাহ সালমান। অপর দিকে সৌদি আরবকেও জাপানের শেয়ার বাজারে তাদের তেল কোম্পানির শেয়ার ছাড়ার আহবান জানান জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে।
বাদশাহ সালমান মাসব্যাপী এশিয়া সফরে বের হয়েছেন ২৭ ফ্রেব্রুয়ারি। তিনি এশিয়ার ৭ দেশ সফর করবেন। বর্তমানে তিনি জাপানে রয়েছেন।
তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ছাড়াও দেশটির রাজা আকিহিতোর সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি ইন্দোনেশিয়া, ব্রুনাই ও মালয়েশিয়া সফর করেছেন। জাপানের পর সালমান চীন ও মালদ্বীপে সফর করার কথা রয়েছে।
http://www.dailysangram.com/post/275678-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA--%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8