১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার, ১১:৩৬

সড়ক দুর্ঘটনা: ৩২ দিনে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

 

আট জেলায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী, শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দুজন ও নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলারের ধাক্কায় আরও দুজন প্রাণ হারান। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৩২ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কমপক্ষে ৩০৩ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোরের বাঘারপাড়া উপজেলায় গতকাল বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জয় বিশ্বাস (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। জয় মোটরসাইকেল চালাচ্ছিল। তার বাড়ি উপজেলার বাকড়ি গ্রামে। সে এবার বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
ঢাকার ধামরাইয়ে কালামপুর-সাটুরিয়া সড়কের রাবরাবন এলাকায় গতকাল ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ধামরাইয়ের রাবরাবন গ্রামের আবদুর রহিম (৪৫) ও ভাবনহাটির দাউদ আলী (৩০)। বিকেলে দ্রুতগতির বালুবোঝাই ট্রাক একটি রিকশাভ্যানের ওপর তুলে দিলে এর আরোহী রহিম ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দাউদ। পুলিশ ট্রাকচালক মোশাররফ হোসেনকে আটক করেছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের কাছে মার্কাজ নামক স্থানে গতকাল সকালে বালুভর্তি পাওয়ার টিলারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা হলেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের শেকু মার্কেট এলাকার জামাল উদ্দিন (৪০) ও সাহাব উদ্দিন (৩৮)। দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সন্ধ্যায় ট্রাকচাপায় রিপন মুন্সী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ধনুয়া এলাকায়। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার রাতে ট্রাক-পিকআপ সংঘর্ষে জোনায়েত হোসেন (৩০) নামের একজন ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলসা বাজারের কাছে গতকাল দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল মাজেদ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাটধারী এলাকায় গতকাল সকালে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় শিউলী খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। পাটধারী গ্রামের বাসিন্দা শিউলী রাস্তা পার হওয়ার সময় মালবাহী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক ও নছিমনের সংঘর্ষে ইলমি (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলমি জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাশার মোল্লার মেয়ে। দুর্ঘটনায় ইলমির মা পপি বেগমসহ (৩৮) দুজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা ইজিবাইকের যাত্রী ছিলেন।
এ ছাড়া চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজগেট এলাকায় গতকাল বিকলে দুর্ঘটনায় সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ও তাঁর স্ত্রী ফেরদৌস আরা খান আহত হয়েছেন। তাঁদের বহনকারী ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে তাঁরা আহত হন।
http://www.prothom-alo.com/bangladesh/article/1107502/%E0%A7%A9%E0%A7%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2